Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

মেহেরপুর প্রধান ডাকঘরটি মেহেরপুর শহরের প্রবেশ পথে মেহেরপুর টু কুষ্টিয়া ও মেহেরপুর টু চুয়াডাংগা সড়কের সংযোগ স্থল কলেজ মোড়ে অবস্থিত। এটি মেহেরপুর জেলার ডাক বিভাগের প্রধান কার্যালয়। অত্র অফিস থেকে মেহেরপুর জেলার ডাক বিভাগের সকল কর্মকর্তা/ কর্মচারীদের বেতন ভাতাদী, এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের পেনশন/অনুতোষক প্রদান করা হয়। এর উত্তর পার্শ্বে মেহেরপুর সরকারী কলেজ এবং পশ্চিমে তুলা উন্নয়ন বোর্ড অবস্থিত। মেহেরপুর প্রধান ডাকঘরটি ৩১/০৫/১৯৮৪ সালে সাব পোস্ট অফিস হতে প্রধান ডাকঘরে উন্নীত হয় এর হিসাবাধীন একটি উপজেলা পোস্ট অফিস, দুইটি সাব পোস্ট অফিস,দুইটি টাউন সাব পোস্ট অফিস এবং ৩১টি অবিভাগীয় শাখা পোস্ট অফিস রয়েছে। প্রতিদিন এই অফিস থেকে শত শত গ্রাহক বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করছে ।